MrJazsohanisharma

তুমি_আমার_মনের_মানুষ( পর্ব -১)


 "আমাদের স্বামী-স্ত্রীর সম্পর্ক শুরু করার আগে আমাকে একটা কথা বলবো তো প্রিয়ন্তি?"

প্রিয়ন্তি জড়তা নিয়ে,

“কী কথা?”

"তোমারও কি তোমার দিদির মত অন্য পাশে রিলেশন আছে?"

প্রিয়ন্তি একর জন্য থমকে গেল। পায়ের পানি কী যে শিরশির করছে। মিথ্যে বলে না সত্যি সত্যি কথা বলতে পারছে না প্রিয়ন্তি। ওর বড্ড অস্থির মুখ।

"কি কি প্রিয়ন্তি?"

প্রিয়ন্তি শুকনো ঢোক গিল। গোল শুকিয়ে চৌচির। রাতুলের সন্দেহ গাঢ়। বিড়বিড় করা,

"বেছে এই ধরনের মেয়েগুলোই কেন যে আমার ভাগ্যে জুটে।"

প্রিয়ন্তি মাথা নিচু করা,

“ছিল।”

রাতুলের মনটা তিতা বিষে ভরে গেল। নিজেকে সামলে নিয়ে

“মানে এখন বলতে চাও?”

“হ্যাঁ না মানে…”

রাতুল প্রিয়ন্তির একহাত মুঠো করে ধরো। ভয়ে প্রিয়ন্তির বুক ধুকপুক করছে। পেটের শিখা কীভাবে কামড়ে ধরেছে। গা গুলিয়ে উঠছে। রাতুল চাপা শব্দে বলা,

"প্রেম যখন করতে আমাকে বিয়ে করতে হবে?"


ফ্ল্যাপ:


 #তুমি_আমার_মনের_মানুষ

#পর্ব--১




২য় পার্ট পড়তে ফটোর উপর ক্লিক করুন



Post a Comment

Previous Post Next Post